এম এ কাহার বকুল;
লালমনিরহাট প্রতিনিধিঃ,
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় আমদানীকৃত নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোঃ অালো মিয়া (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার চন্দ্রপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
আলো মিয়া উপজেলার চন্দ্রপুর এলাকার তোসলিম মিয়ার ছেলে। কালীগঞ্জ থানার পুলিশ জানান, আলো মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে থেকেও ১০ টি মামলার পলাতক আসামী সে। কালীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে আলো মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত এমন গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় আমদানীকৃত নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলার দায়ের করা হয়েছে।