আরব দেশগুলো চাপ উপেক্ষা করেই তুরস্কের সাথে দুই দিনের নৌমহড়া শুরু করছে কাতারের সেনাবাহিনী। ইতিমধ্যে ২১৪ সেনাসহ তুর্কি ফ্রিগেট টিসিজি গোকোভা কাতারের হামাদ বন্দরে নোঙর করেছে বলে জানা গেছে। রবিবার থেকে শুরু হচ্ছে এই মহড়া।
জানা গেছে, ফ্রিগেট পরিদর্শন করেছেন কাতারি এমিরি নৌ কমান্ডার রিয়ার এডমিরাল মোহামেদ নাসের আল-মোহান্নাদি। মহড়ার সমন্বয় কার্যক্রম নিয়ে সেখানে আলোচনাও হয়েছে।
প্রসঙ্গত, গত ২০১৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী কাতারে স্থাপিত সেনা ঘাঁটিতে আরো সেনা মোতায়েনের বিষয়টি গত ৭ জুন অনুমোদন করে তুর্কি পার্লামেন্ট। গত ১ আগস্ট থেকে আড়াই শতাধিক সেনা এবং ৩০টি সাঁজোয়া যান নিয়ে কাতারের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করে তুরস্ক।
উল্লেখ্য, সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। তারা অবরোধ প্রত্যাহারের শর্ত হিসেবে কাতারকে ১৩ দফা দাবি দিয়েছে। যার মধ্যে অন্যতম একটি দাবি কাতারে তুর্কি সেনা ঘাঁটি বন্ধ করে দেয়া।
সূত্র: হুররিয়াত ডেইলি নিউজ ও আনাদোলু এজেন্সি