মৃত গরুর নিয়ে সংঘর্ষ থানায় মামলা গ্রেফতার -১

Slider গ্রাম বাংলা

Gram Banglaরাতুল মন্ডল শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরের পাঠানটেক গ্রামে জলাতংক মৃত গরুর মাংশ নিয়ে হামলা ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। জলাতংকে মৃত গরুর মাংশ ত্রিশ হাজার টাকা দফরফা করে বিক্রির চেষ্টা করে একটি প্রভাব শালী চক্র। প্রতিবাদ করায় তোফায়েল (৩০) এর উপর হামলা করে এনামুল হক ও তার সহযোগীরা। রাতেই পুলিশ হামলা কারী আল-আমীনকে গ্রেফতার করে। তোফায়েল বাদী হয়ে দশ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। তিনি ওই গ্রামের সামসুল হকের পুত্র।

মামলা সূত্রে জানাযায়, ওই গ্রামের শুক্কুর আলীর একটি বকনা গরুকে প্রায় ২৫দিন পূর্বে কুকুরে কামড়ায়। এতে ওই গরুটি জলাতংক রোগে আক্রান্ত হয়ে গত সোমবার মারা যায়।। চামড়া সংগ্রহের কথা বলে বরমী বাজারের কসাই মোক্তার ,আলম ,ও শহিদ মৃত গরুটি চামরা ছিলতে শুরু করে। খবর পেয়ে স্থানীয় যুবক তোফায়েল সহ কতক ব্যক্তি ঘটনার প্রতিবাদ করেন। এসময় ওই গ্রামের এনামুল হক তার সহযোগীদের নিয়ে এসে কসাইদের সাথে ত্রিশ হাজার টাকায় দফারফা করে মৃত গরুর মাংশ বিক্রিতে সহায়তা করার আস্বাস দেয়। স্থানীয় লোক জন মৃত গরুটি মাটিতে পুতিয়া রাখে। ঘটনার জেড় ধরে বুধবার রাতে বরমী বাজারে এনামুলের নেতৃত্বে দূবৃত্তরা হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে তোফায়েলকে গুরুত্বর আহত করে নগদ টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান এঘটনায় মামলা হয়েছে এক জন গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শ্রীপুর,গাজীপুর
০৩/০৮/১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *