ষ্টাফ করেসনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে পল্লী বিদু্যুতের অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন ব্যক্তির নিকট থেকে ২৩হাজার ৩শত ৯৫টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিউলি রহমানের নেতৃত্বে ভ্্রাম্যমান আদালত সোমবার দুপুরে এঅভিযান পরিচালনা করে।
এসময় জামাল উদ্দিনের বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে ১৩হাজার ২শত ৩টাকা, দোকানদার জালাল উদ্দিনকে ৫হাজার ৩শত ৪৬টাকা এবং চায়ের দোকানদার হাফিজুর রহমান ও আব্দুর রহিমকে যৌথভাবে ৫হাজার ৮শত ৪৬টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচলানার সময় সাথে ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১এর ডিজিএম (প্রশাসন) মোঃ ছিদ্দিকুর রহমান, চন্দ্রা জোনাল অফিসের কোঅর্ডিনেটর মোঃ আশরাফুল ইসলামসহ কালিয়াকৈর থানা পুলিশ।
তবে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের অভিযোগ তারা চন্দ্রা বিদ্যুৎ অফিসের কতিপয় কর্মচারীদের মাসোহারা টাকা দিয়ে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। এমাসে ওই কর্মকর্তাদের চাহিদা মাফিক টাকা না দেয়ায় তারা তাদের বিরুদ্ধে এব্যবস্থা গ্রহন করেছে।