জনশক্তি রপ্তানিতে মনিটরিং বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
image_154426.hasina-9বিদেশ নেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে যাতে কেউ প্রতারণা করতে না পারে সেদিকে মনিটরিং বাড়াতে প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে রবিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতেও তাগিদ দেন শেখ হাসিনা।
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে গত ৬ বছরে বিদেশে কর্মসংস্থানে সরকারের নানান সাফল্যের কথা তুলে ধরেন তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ২৮ লাখ শ্রমিক পাঠানো সম্ভব হয়েছে। এ ছাড়া, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার খুলতে সরকারের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এ ধারাবাহিকতা ধরে রাখতে নতুন নতুন দেশে জনশক্তি রপ্তানির উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাগিদ দেন। এ সময় বিদেশে পাঠানোর আগে যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া, বিগত বিএনপি-জামাতের সময়ে জনশক্তি রপ্তানি সবচেয়ে কম হয়েছে- উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখন বাংলাদেশ জনশক্তি রপ্তানিতে রোল মডেল। যাতে অসহায় দরিদ্র মানুষ দালালের খপ্পরে পড়ে নিঃস্ব না হয়ে যায় বা প্রতারণার শিকার না হয়, সেদিকে মনিটরিং বাড়াতে হবে।
আন্তর্জাতিক শ্রমবাজার পরিবর্তনশীল উল্লেখ করে এ বাজারকে ধরে রাখতে সবসময় নিবিড় পর্যবেক্ষণ ও বিশ্লেষণ এবং নতুন নতুন কর্মকৌশল তৈরি করতে মন্ত্রণালয়কে তাগিদ দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *