বিশ্বের সবচেয়ে আলোচিত ও প্রসিদ্ধ ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘নাইকি’ ও ‘অ্যাডিডাস’। ইউরোপের বড় বড় ক্লাব ও খেলোয়াড়দের স্পন্সর হওয়ার জন্য তাদের লড়াই চলে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘নাইকি’। তারা এবার অবাক করা এক কাজ করলো। মাত্র ৯ বছরের এক বালকের স্পন্সরশিপ নিয়ে চুক্তি করলো। ফুটবল মাঠে তার ভবিষ্যত উজ্জ্বল বলে আগ থেকেই তাকে নিজেদের হাতে নিলো। নেদারল্যান্ডসের সাবেক স্ট্রাইকার প্যাটট্রিক ক্লুভার্ট। ১৯৯৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফুটবল ক্যারিয়ারে খেলেছেন সাতটি ক্লাবে। আয়াক্স, এসি মিলান ও বার্সেলোনার মতো ক্লাব রয়েছে এই তালিকায়। স্পেনের ক্লাব বার্সেলোনায় খেলেন ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত। তার বড় ছেলে জাস্টিন ক্লুভার্ট। গত মৌসুমে ডাচ ক্লাব আয়াক্সের সিনিয়র দলে অভিষেক হয়েছে ১৮ বছর বয়সী জস্টিনের। প্যাটট্রিক ক্লুভার্টের ছোট ছেলের নাম শেন ক্লুভার্ট। বয়স সবে ৯ বছর। ফুটবল খেলা শুরু করেছেন। ফুটবলের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। ৯ বছর বয়সেই ইনস্টাগ্রামে তার ফলোয়ার ১২০,০০০। মঝেমধ্যে সেখানে নিজের বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। ছবি ও মন্তব্যে ফুটে ওঠে তার বুদ্ধিমত্তা। সামনে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) একাডেমিতে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। তবে তার আগে নাইকি তাকে স্পন্সর করলো। এখন থেকে শেন ক্লুভার্ট নাইকির পোশাক ও জুতা পরবেন। ইউরোপের ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী কোনো খেলোয়াড়ের পেছনে স্পন্সরের ঘটনা এটি। ভবিষ্যতে সে বড় খেলোয়াড় হবে ধরে নিয়েই নাইকি তারসঙ্গে চুক্তি করেছে। প্যাটট্রিক ও শেন ক্লুভার্ট- দু’জনই এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। এমন কি নাইকির পক্ষ থেকেই বিষয়টি জানানো হয়েছে।