শংকিত অপেক্ষা
– আবদুস শাহেদ শাহীন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এক মা অপেক্ষা করছে,
ভাত আর ছোট মাছের ঝোল রেঁধে
অপেক্ষা করছে মেয়ে বাড়ি ফিরবে।
মেয়ে ফিরছে না!
তবু মা অপেক্ষা করছে।
পথের ধারে ঝুপের কাছে একটা ওড়না,
খানিক দূরেই পড়ে আছে জামার ছেঁড়া অংশ,
মায়ের মনে শঙ্কা, তবু আশায় বুক বাঁধে-
তার মেয়ে বাড়ি ফিরবে, অবশ্যই ফিরবে।
দিনের আলো ম্লান হয়, মায়ের আশাও ফিকে হয়ে আসে,
মেয়ে তার ফিরেই না!
ছোট মাছের ঝোল তরকারি পড়ে থাকে,
গরম ভাত হাঁড়িতেই শুকায়! অবশেষে-
প্রতিবেশীর হাত ধরে বাড়ি ফিরে আসে মেয়ের ওড়না আর
জামার ছেঁড়া অংশ!
দু’দিন পর ফিরে আসে মেয়ে, ক্ষতবিক্ষত, অসাড়!
সমকালীন সোনার বাংলায় আজ কতো অসহায় মা-বাবা তাদের ছেলে-মেয়ের জন্যে অপেক্ষায় আছে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ
বুধবার
জয়কালী পুর
– আবদুস শাহেদ শাহীন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এক মা অপেক্ষা করছে,
ভাত আর ছোট মাছের ঝোল রেঁধে
অপেক্ষা করছে মেয়ে বাড়ি ফিরবে।
মেয়ে ফিরছে না!
তবু মা অপেক্ষা করছে।
পথের ধারে ঝুপের কাছে একটা ওড়না,
খানিক দূরেই পড়ে আছে জামার ছেঁড়া অংশ,
মায়ের মনে শঙ্কা, তবু আশায় বুক বাঁধে-
তার মেয়ে বাড়ি ফিরবে, অবশ্যই ফিরবে।
দিনের আলো ম্লান হয়, মায়ের আশাও ফিকে হয়ে আসে,
মেয়ে তার ফিরেই না!
ছোট মাছের ঝোল তরকারি পড়ে থাকে,
গরম ভাত হাঁড়িতেই শুকায়! অবশেষে-
প্রতিবেশীর হাত ধরে বাড়ি ফিরে আসে মেয়ের ওড়না আর
জামার ছেঁড়া অংশ!
দু’দিন পর ফিরে আসে মেয়ে, ক্ষতবিক্ষত, অসাড়!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৪ঠা শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ
বুধবার
জয়কালী পুর