দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৫

Slider শিক্ষা
ahak

কওমি মাদরাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ হয়েছে আজ। এতে গড় পাশের হার ৮২ দশমিক ৮৫ শতাংশ। দাওরায়ে হাদিসের সরকারি স্বীকৃতির পর এটিই প্রথম ফল।

মঙ্গলবার দুপুরে কওমি মাদরাসা শিক্ষা কমিশন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করে। এতে প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৬ বোর্ডের সম্মিলিত এ পরীক্ষার ফলাফলে দেখা গেছে,  ছেলেদের পাশের হার ৮৩.৯২ এবং বালিকাদের পাশের হার ৭৮.৯৩।

দুপুর ১১ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কশিনের কো চেয়ারম্যান ও বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহভাপতি আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, মহা পরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, সহসভাপতি মুফতি ফয়জুল্লাহ, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রমুখ।

গত ১৫ মে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দাওরায়ে হাদীসকে মাস্টার্সের সমমান প্রদানের পর এটাই প্রথম পরীক্ষা। এ পরীক্ষায় দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।  ১৫ মে সারা দেশে একযোগে শুরু হয়ে ২৫ এ্প্রিল তা শেষ হয় কওমি শিক্ষা ধারার সর্ববৃহৎ এ পাবলিক পরীক্ষা।

ফলাফলে দেখা গেছে এবার মুমতাজ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৭৮৬ জন। জায়্যিদ জিদ্দান ৩৬২৬ জন, জায়্যিদ ৫৪৮৪, মাকবুল ৫৪০৮ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ১৫৩০৪ জন।

ফলাফল হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট al-haiatululia.com এ পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ৯৯৩৩ নম্বরে।

দেখুন: দাওরায়ে হাদিসে মেধা তালিকায় শীর্ষে যারা

পুরুষ ৮৩.৯২ মহিলা ৭৮.৯৩; পাশ করেনি ৩৯৮০ জন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *