অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় মাধ্যমিক পর্যায় আন্ত:স্কুল ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার সকালে এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমী সুপারভাইজার প্রাণকুমার ঘটক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, প্রধান শিক্ষক হারুন-আর রশীদ, প্রিয়লাল বাড়ৈ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, প্রমুখ। এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম দিনে মেয়ের কাবাডি ও হ্যান্ডবল খেলা হয় অনুষ্ঠিত হয়েছে। খেলা পরিচালনা করেন সুশান্ত মজুমদার, শৈলেশ তপাদার, মিঠু মিয়া ও তপন সমদ্দার।
অপূর্ব লাল সরকার
প্রতিনিধি,
আগৈলঝাড়া, বরিশাল।
মোবাইল- ০১৭১২-৬৪৯২৬৯, ০১৭১১-৯২৮৭১৫,
০১৯১২-৩৪৬৪৮৪, ০১৬২৬-৫৩০২৭৭।
ই-মেইল- হবংি.ধষংধৎশবৎ@মসধরষ.পড়স