রাজধানীর মুগদায় সাহেদ (৩৫) নামে এক ব্যক্তিকে খুনের দায়ে রবিবার রাতে আশরাফুল ও আনোয়ার নামে দুই আদম ব্যাপারীকে আটক করছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে হত্যার প্রাথমিক তথ্য জানা যায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত সাহেদের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের আটকের জন্য অভিযান চলছে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, স্পেন যাওয়ার জন্য সাহেদ ছয়জনের একটি আদম ব্যাপারী দলকে ১০ থেকে ১২ লাখ টাকা দেন। ৭ থেকে ৮ দিন আগে সিলেট থেকে তাকে ঢাকা নিয়ে এসে মুগদার ব্যাংক কলোনির একটি বাসায় উঠান আদম ব্যাপারীরা। এরপর আদম ব্যাপারীরা সাহেদকে মাথায় তালা দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে মরদেহ বাসার পেছনে একটি পরিত্যাক্ত বাড়ির গর্তের মধ্যে ফেলে রাখেন। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহতায় রবিবার রাতে পল্টন থেকে আদম ব্যাপারীর দু’জন আশরাফুল ও আনোয়ারকে আটক করা হয়।