মোঃ জাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধি ঃ।।
“মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ’১৭ শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই বুধবার সকালে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তর হতে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে মোঃ মোজাফ্ফর হোসেন সম্রাটের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, আর্দশ মৎস্য চাষী মোঃ আব্দুল মজিদ, মোঃ আমজাদ হোসেন, উপজেলা মৎস্য লীগের সভাপতি শ্রী অবিলাস চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, পাট কর্মকর্তা মোঃ মহিবুর রহমান লোহানী, বিআরডিপি কর্মকর্তা মোঃ রাজিউর রহমান, খগাখড়িবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ হামিদুল ইসলাম প্রমুখ। উক্ত আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমসহ অতিথি বৃন্দরা।