মঙ্গলবার রাতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেছেন, নির্বাচনকালীন সরকার ফেরেস্তা বা গোন্ডার হউক নির্বাচন কমিশন স্বাধীন থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। কথাটি সাধারণ ও বিবেকবান মানুষকে কষ্ট দিয়েছে। একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ যিনি বাংলাদেশের ভাল মন্দ ইতিহাসের স্বাক্ষী তার মুখ থেকে এ রকম কথা পীঁড়াদায়ক। কারণ ইনু সাহেব ভাল করেই জানেন নির্বাচন কমিশন সরকারের অধীন একটি প্রতিষ্ঠান যার জনবল সরকারের হাতে। সরকার না চাইলে নির্বাচন কমিশন বেতন-ভাতাও নিতে পারবে না। সুতরাং নির্বাচন কমিশন কতটুকু ভাল বা মন্দ কাজ করবে তা নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর।
ইতিহাস বলে, ৯০ সনে জাতীয় পার্টির বিরুদ্ধে ইনু সাহেবরা আন্দোলন করেছিলেন। তখন জামায়াত ও জাতীয় পার্টিও তাদের সাথে ছিল। আজ জাতীয় পার্টি ইনু সাহেবদের সঙ্গে সরকারে আছে। আর জামায়াত বিএনপির সঙ্গেও সরকারে ছিল। সুতরাং ৯০ সনে ইনু সাহেবদের আন্দোলন গনতান্ত্রিক সরকার ব্যবস্থায় কতটুকু সফল হয়েছে জাতি তা জানে। আর ৯৬ সনে বিএনপির একতরফা নির্বাচন আর ১৪ সালে ইনু সাহেবদের নির্বাচন কতটুকু গনতান্ত্রিক ছিল তা আর নতুন করে বলতে হবে না।
সুতরাং আমাদের রাজনৈতিক নেতাদের উচিত নিজের বাস্তবতার উপর দাঁড়িয়ে কথা বলা। এতে দেশ ও জনগেনের জন্য মঙ্গল হবে।
ড. এ কে এম রিপন আনসারী
এডিটর ইনচীফ
গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম