এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জে আপনভাইসহ পৃথক দুটি হত্যা মামলায় ফাঁসি ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী ইলিয়াস শেখকে আটক করেছে র্যাব-৬ এরসদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকেচিংড়াখালী গ্রামের নিজবাড়ি থেকে তাকেআটক করা হয়। আদালতে রায় ঘোষনার ১৬ বছর পর সে র্যাবের হাতে আটক হলো। র্যাব-৬ এর কম্পনী কমান্ডার লে. কমান্ডার মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, চিংড়াখালী গ্রামের মৃত আসমতআলী শেখের ছেলেই লিয়াস শেখ (৪৮) ১৯৯৯ সালে তার বড় ভাইকে হত্যা করে। মামলায় জামিন নিয়ে সে ২০০০ সালে সৌদি আরবে চলে যায়। দেশে ফিরে আবারো একই এলাকার তরিকুল নামে এক ব্যাক্তিকে হত্যাকরে। ২০১১ সালে বাগেরহাট দায়রা জজ আদালত পৃথক ওই দুটি হত্যা মামলায় ইলিয়াসকে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। এরপরে সে নাম পরিবর্তন করেচট্টগ্রামসহ দেশেরবিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। সম্প্রতি বাড়িতে এসে একটি বাহিনী গড়ে তোলে ওই ইলিয়াস। র্যাবসদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া এসব তথ্য যাচাই শেষে তাকে আটক করে।
তারিখ ঃ ১৪-০৭-২০১৭————————————————–