গাজীপুর প্রধান ডাকঘরের সামনে ময়লা-আবর্জনা

Slider গ্রাম বাংলা

1মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে গাজীপুর প্রধান ডাকঘরের সামনে ও প্রধান গেইট সংলগ্ন, সিটি কর্পোরেশন সড়কের প্রবেশমুখে, পিটিআই পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ময়লা-আবর্জনার দুর্গন্ধে স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা নাক মুখ চেপে হাঁটছেন।

বৃষ্টির সময় আবর্জনার পচা পানি পথচারীদের ভোগান্তি ও দুর্গন্ধের মাত্রা আরও বেড়ে যায়। মাছ, মুরগি পচা নাড়িভুঁড়ি, নষ্ট সবজি, ফলমূলের খোসা ও বাসাবাড়ির সবধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এখানে।

১৩ জুলাই বৃহস্পতিবার গাজীপুর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মোঃ খায়রুল আলম জানান, গাজীপুর প্রধান ডাকঘরের মত একটি ব্যস্ততম সরকারী প্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনার ফেলা হচ্ছে। আর ময়লা-আবর্জনার দুর্গন্ধে ডাকঘরে দৈনন্দিন স্বাভাবিক কাজের মারাত্মক ব্যাঘাত ঘটছে।

তিনি বলেন, হাবিব উল্ল্যাহ স্মরনী (সিটি কর্পোরেশন সড়কের প্রবেশমুখে) প্রধান ডাকঘরের পশ্চিম পাশে দেয়াল সংলগ্ন এবং গেইট বন্ধ করে সিএনজি এবং ব্যাটারী চালিত অটোরিকশা রাখার কারণে দৈনন্দিন ডাক আদান প্রদানে ব্যবহৃত জরুরী ডাক সার্ভিসের গাড়ি প্রবেশ ও বাহির হতে আসুবিধা হচ্ছে। এ বিষয়ে ডাকযোগে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের বরাবরে চিঠি দেওয়া হয়েছে। (পত্র নং-এইচ-১/বিবিধ/১৬-১৭, তাং১২-০৭-১৭ খ্রিঃ)।

হাবিব উল্ল্যাহ স্মরনী (সিটি কর্পোরেশন সড়কের প্রবেশমুখে) চা দোকানদার মাসুম বলেন, ময়লা-আবর্জনা সড়কের পাশে ফেলার কারণে দুর্গন্ধে দোকানে বসে ব্যবসা করতে পারছি না।

এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম বলেন, আশপাশের লোকজনকে ডাকঘরের সামনে ময়লা ফেলতে নিষেধ করা হয়েছে।

১৩-০৭-২০১৭

গাজীপুর জেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *