বলিউডের অন্যতম আবেদনময়ী আইটেম ড্যান্সার সানি লিওন। পাশাপাশি অভিনয়ও করছেন পুরোদমে। এবার বলিউড থেকে টালিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সানির। স্বপন সাহা পরিচালিত ‘সেরা বাঙালি’ ছবির আইটেম ড্যান্সে দেখা যাবে তাকে। খবরটি জানিয়েছেন পরিচালক নিজেই। পরিচালক স্বপন জানিয়েছেন, সানি লিওনকে নিয়ে আগামী ২৫ জুলাই মুম্বাইতে তাঁর ছবির ওই আইটেম নাম্বারের শুটিং হবে। কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রভু দেবা। এই সিনেমাটি নতুন নায়ক-নায়িকাকে নিয়ে তৈরি হচ্ছে। আগামী পুজোর উৎসবেই ছবিটি মুক্তি দেবার কথা জানিয়েছেন পরিচালক। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শক্তি কাপুর, রাজপাল যাদব, রজতাভ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকারসহ অনেকেই। স্বপন জানান, “আমার ছবিতে একটা আইটেম নাম্বারের প্রয়োজন ছিল। প্রযোজক সানি লিওনকে দিয়ে সেটা করানোর চেষ্টা করেছিলেন। সেটা সম্ভব হয়েছে। আগামী ২৫ জুলাই মুম্বাইয়ের শুটিংয়ে আমি থাকব।” বলিউডের পাশাপাশি সানিকে আঞ্চলিক সিনেমায় আইটেম ড্যান্স করতে দেখা গিয়েছে। এবার বাংলার দর্শকরা সানির আইটেম নাম্বারের তালে তালে নাচার অপেক্ষায় রয়েছেন। সূত্র: আনন্দবাজার
বলিউড থেকে টালিউডে সানি লিওন
বলিউডের অন্যতম আবেদনময়ী আইটেম ড্যান্সার সানি লিওন। পাশাপাশি অভিনয়ও করছেন পুরোদমে। এবার বলিউড থেকে টালিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সানির। স্বপন সাহা পরিচালিত ‘সেরা বাঙালি’ ছবির আইটেম ড্যান্সে দেখা যাবে তাকে। খবরটি জানিয়েছেন পরিচালক নিজেই। পরিচালক স্বপন জানিয়েছেন, সানি লিওনকে নিয়ে আগামী ২৫ জুলাই মুম্বাইতে তাঁর ছবির ওই আইটেম নাম্বারের শুটিং হবে। কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রভু দেবা। এই সিনেমাটি নতুন নায়ক-নায়িকাকে নিয়ে তৈরি হচ্ছে। আগামী পুজোর উৎসবেই ছবিটি মুক্তি দেবার কথা জানিয়েছেন পরিচালক। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শক্তি কাপুর, রাজপাল যাদব, রজতাভ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকারসহ অনেকেই। স্বপন জানান, “আমার ছবিতে একটা আইটেম নাম্বারের প্রয়োজন ছিল। প্রযোজক সানি লিওনকে দিয়ে সেটা করানোর চেষ্টা করেছিলেন। সেটা সম্ভব হয়েছে। আগামী ২৫ জুলাই মুম্বাইয়ের শুটিংয়ে আমি থাকব।” বলিউডের পাশাপাশি সানিকে আঞ্চলিক সিনেমায় আইটেম ড্যান্স করতে দেখা গিয়েছে। এবার বাংলার দর্শকরা সানির আইটেম নাম্বারের তালে তালে নাচার অপেক্ষায় রয়েছেন। সূত্র: আনন্দবাজার