২০১৬ সালে বিশ্বে ২০০ পরিবেশ কর্মী খুন, বাংলাদেশে ৭

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

dfvgবিশ্বের ২৪টি দেশে ২০১৬ সালে পরিবেশ রক্ষায় আন্দোলনকারী ২০০ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সাত জন রয়েছেন।  বিশ্বে এর আগে কখনও এত বেশি সংখ্যক পরিবেশবাদীকে হত্যা করা হয়নি।

গতকাল বৃহস্পতিবার লন্ডনভিত্তিক এনজিও প্লোবাল উইটনেস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে পরিবেশ রক্ষার আন্দোলনে নিহতরা হলেন আনোয়ারুল ইসলাম (আঙ্গুর), মঙ্গল মাদ্রি, মর্তুজা আলী, রমেশ টুডু, শ্যামল হেমব্রম (শ্যামল সরেন), জাগের আহমেদ ও জাকির হোসাইন।

পরিবেশ রক্ষায় আন্দোলনকারী হত্যার ঘটনায় সবচেয়ে বেশি ঘটেছে ব্রাজিলে। দেশটিতে ৪৯ জন পরিবেশবাদীকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কলম্বিয়া (৩৭)। এরপর রয়েছে ফিলিপাইন (২৮), ভারত (১৬), হন্ডুরাস (১৪), নিকারাগুয়া (১১), কঙ্গো (১০), বাংলাদেশ (৭), গুয়াতেমালা (৬), ইরান ও মেক্সিকোতে ৩ জন, মিয়ানমার, পেরু ও দক্ষিণ আফ্রিকায় ২ জন করে পরিবেশবাদীকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও জিম্বাবুয়ে, ক্যামরুন, চীন, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, উগান্ডা, ভিয়েতনাম ও জিম্বাবুয়েতে একজন করে পরিবেশবাদীকে হত্যার ঘটনা ঘটেছে।

চলতি বছর এ পর্যন্ত পরিবেশ রক্ষায় আন্দোলনকারী ৯৮ জনকে হত্যা করা হয়েছে। ২০১৫ সালে একই কারণে খুন হন ১৮৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *