নারী নিষিদ্ধ দ্বীপটি এখন বিশ্ব ঐতিহ্য

জাতীয়

1_227

 

 

 

 

জাপানের ওকিনোশিমা দ্বীপকে বিশ্ব সংস্কৃতিস্থল হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের এ দ্বীপের রয়েছে আলাদা বৈশিষ্ট, এখানে নারীদের কোনো ধরনের প্রবেশাধিকার নিষিদ্ধ এবং পুরুষদের প্রবেশ করতে হয় সম্পূর্ণ উলঙ্গ হয়ে।নাবিকদের নিরাপত্তার জন্য প্রার্থনার উদ্দেশ্যে ওকিনোশিমা দ্বীপে ১৭ শ শতাব্দীতে একটি ধর্মীয় মঠ নির্মিত হয়।

এ দ্বীপে প্রবেশের আগে পুরুষদের সকল ধরণের পোষাক খুলে ফেলতে হয়। সেইসাথে দেহকে পবিত্র করার ধর্মীয় আচার পালন করতে হয়। তারা যখন দ্বীপ ত্যাগ করে তখন কোন ধরণের স্মারকবস্তু এখান থেকে নিয়ে যেতে পারে না এবং ফিরে গিয়ে এ স্থান সম্পর্কে কোন কিছু প্রকাশ করার অনুমতি নেই তাদের।

দ্য জাপান টাইমস এক প্রতিবেদনে জানায়, মঠ নির্মিত হবার আগে কোরিয়া ও চীনের উদ্দেশ্য যাত্রা করা বাণিজ্যিক জাহাজগুলোর জন্য বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হত।

এ দ্বীপে বছরে একদিন মাত্র জনসাধারণদের জন্য উম্মুক্ত থাকে। ২৭ মে এখানে ধর্মীয় রীতিনীতি অনুসারে পুরুষদের যে কেউ ভ্রমণ করতে পারে। তবে ২০০ এর বেশি ভ্রমণকারী এ দিন দ্বীপে প্রবেশ করতে অনুমতি দেয়া হয় না এবং তাদের জন্য সমুদ্রে পূণ্যস্নান করা বাধ্যতামূলক। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *