পাকিস্তানের সঙ্গে যেন চীনকে গুলিয়ে ফেলা না হয়। ১৯৬২ সালের যুদ্ধের পর চীনেরও আকাশ-পাতাল পরিবর্তন ঘটেছে। ভারত যেন সেটা মনে রাখে। সিকিম সীমান্তের কাছে ডোকলামে দু’দেশের সেনা যখন মুখোমুখি দাঁড়িয়ে, ঠিক সেই সময় নয়াদিল্লিতে বসেই এমন হুমকি দিয়েছে চীনের একটি থিঙ্কট্যাঙ্ক।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পররাষ্ট্র ও অর্থনীতি নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত ওই থিঙ্কট্যাঙ্কের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি দিল্লি সফর করে। যার অন্যতম উদ্দেশ্য ছিল, চলতি অচলাবস্থার পরিপ্রেক্ষিতে ভারতকে চীনের কড়া বার্তা পৌঁছে দেয়া।
চীনা সূত্রের দাবি, ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মন্তব্যের প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়েছে বেইজিংয়ে। অরুণ জেটলি বলেছিলেন, ‘ভারত সেই ১৯৬২ সালে বসে নেই। ‘ চীনের ওই থিঙ্কট্যাঙ্ক বলেন, ‘আমরা এ কথাটাই ভারতীয় নেতৃত্বকে মনে করিয়ে দিতে চাইছি যে, গত পঞ্চান্ন বছরে চীনেও বহু পরিবর্তন হয়েছে। ‘ সূত্র : আনন্দবাজার