যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের পাঁচ উপজেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে। শনিবার যমুনা নদীর পানি গোপালপুর উপজেলার নলিন পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
বন্যাকবলিত উপজেলাগুলো হচ্ছে, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর ও টাঙ্গাইল সদর।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, যমুনার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরো বাড়তে পারে বলেও জানান তিনি।