চীন সাগরের আকাশে এবার মার্কিন বোমারু বিমান

Slider সারাবিশ্ব

image-20170118-21176-1k9dbpy

 

 

 

 

 

দক্ষিণ চীন সাগরে ফের চ্যালেঞ্জের মুখে বেইজিং। বিতর্কিত জলভাগের আকাশে এবার বোমারু বিমান পাঠিয়ে দিয়েছে আমেরিকা। এর মাধ্যমে বেইজিংকে আরও স্পষ্ট করে ওয়াশিংটন ডিসি বুঝিয়ে দিল, দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশ এলাকাকে ‘নাইন ড্যাশ লাইন’-এর মধ্যে রেখে চীন গোটা অঞ্চলকে নিজেদের জলসীমা বলে দাবি করলেও, আমেরিকা কিছুতেই ওই জলভাগের দখল চীনকে নিতে দেবে না।

মার্কিন বিমান বাহিনী শুক্রবার দক্ষিণ চিন সাগরের উপর দিয়ে বোমারু বিমান ওড়ানোর খবর জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে গুয়াম দ্বীপে আমেরিকার যে সামরিক ঘাঁটি রয়েছে, সেখান থেকেই বৃহস্পতিবার বোমারু বিমানগুলি উড়েছিল বলে জানানো হয়েছে। দক্ষিণ চীন সাগরের যে সব এলাকাকে চীন নিজেদের জলসীমা বলে দাবি করে, সেই সব এলাকার উপরেই চক্কোর দিয়েছে মার্কিন বোমারু বিমানগুলি।

দক্ষিণ চীন সাগর হয়ে বিভিন্ন দেশের জাহাজ সারা বছর বিপুল পরিমাণ পণ্য নিয়ে যাতায়াত করে। ওই অঞ্চলকে চীন নিজেদের জলসীমা বলে দাবি করে। কিন্তু আমেরিকা-সহ প্রায় গোটা পৃথিবীই মনে করে, দক্ষিণ চীন সাগর আন্তর্জাতিক জলভাগ এবং সেখানে স্বাধীন ভাবে যাতায়াতের সুযোগ সব দেশেরই রয়েছে। দক্ষিণ চীন সাগর হয়ে স্বাধীনভাবে চলাচলের অধিকার সুনিশ্চিত রাখতে মাঝে-মধ্যেই সেখানে রণতরী পাঠায় আমেরিকা। চীনের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে সম্প্রতি মার্কিন রণতরী ইউএসএস স্টেটহেম চীনের দখলে থাকা ট্রিটন দ্বীপের গা ঘেঁষে টহল দিয়ে এসেছে। বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের আকাশে বোমারু বিমান উড়িয়ে আমেরিকা ফের চীনকে বুঝিয়ে দিল, ওই জলভাগে বেইজিং-এর সার্বভৌম অধিকারকে কিছুতেই স্বীকৃতি দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *