বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেলপথে তৈরি করতে চলেছে চীন। জানা গেছে, এটি কিংঘাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব এলাকা হয়ে এগিয়ে যাবে, যা ভূতত্ত্বের নিরিখে সবথেকে সক্রিয় এলাকাগুলোর মধ্যে একটি। এই রেলপথ সিএএস-এর প্রধান ইঞ্জিনিয়ারের মতে, সিচুয়ান-তিব্বত রেলপথে বিশ্বের এক অন্যতম ঝুঁকিপূর্ণ রেলপথ তৈরির কাজ হতে চলেছে।
এই রেল লাইনের নকশা করেছেন চায়না রেলওয়ে এরিইউয়ান ইঞ্জিনিয়ারিং গ্রুপ কো লিমিটেড। তাদের মতে, এটি চেংদু থেকে শুরু হবে এবং কামদো হয়ে তিব্বতের রাজধানী লাসাতে গিয়ে পৌঁছাবে। এই রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় ১,৭০০ কিলোমিটার।
বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেলপথে তৈরি করতে চলেছে চীন। জানা গেছে, এটি কিংঘাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব এলাকা হয়ে এগিয়ে যাবে, যা ভূতত্ত্বের নিরিখে সবথেকে সক্রিয় এলাকাগুলোর মধ্যে একটি। এই রেলপথ সিএএস-এর প্রধান ইঞ্জিনিয়ারের মতে, সিচুয়ান-তিব্বত রেলপথে বিশ্বের এক অন্যতম ঝুঁকিপূর্ণ রেলপথ তৈরির কাজ হতে চলেছে। এই রেল লাইনের নকশা করেছেন চায়না রেলওয়ে এরিইউয়ান ইঞ্জিনিয়ারিং গ্রুপ কো লিমিটেড। তাদের মতে, এটি চেংদু থেকে শুরু হবে এবং কামদো হয়ে তিব্বতের রাজধানী লাসাতে গিয়ে পৌঁছাবে। এই রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় ১,৭০০ কিলোমিটার।