ঢাকা: বঙ্গবন্ধু এভিনিউ এ নির্মাণাধীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ে নির্মাণাধীন দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে সেখানে আয়োজিত এক কর্মীসভায় যোগ দিয়ে নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এ দলটির নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধি পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল যেন সুযোগ পায়, প্রতিষ্ঠাবার্ষিকীতে এটি আমার আহ্বান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সোনার বাংলা গড়ে তোলা। আমি তার অসমাপ্ত কাজ করে যাচ্ছি। তিনি জীবিত থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হতো। আগামী ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এর আগেই আমরা ক্ষুধা এ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়বো।