হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: আসন্ন ঈদুর ফিতরকে সামনে রেখে দরিদ্র এতিম শিশুদের মাঝে স্মাইল চ্যারিটি গ্রুপ এর পক্ষ থেকে ঈদের পোশাক বিতরন করা হয়। এসময় এতিম শিশুদের চোখে মুখে আনন্দের প্রতিচ্ছবি ফুটে ওঠে।
প্রথম ধাপে ১৬ জন এতিম শিশুকে ঈদ এর কাপড় বিতরন করা হয় । এবং পর্যায়ক্রমে ১৬৫ জনকে ঈদের কাপড় প্রদান করা হয়।
২১ জুন বুধবার শেষ পর্বে গোলাপগঞ্জ উপজেলার ১১ নং শরীফগঞ্জ ইউনিয়নের দরিদ্র এতিম শিশু, অসহায় পুরুষ ও মহিলাদের ঈদের জামা-কাপড় বিতরন করা হয়।
শেষ পর্বের ঈদের পোশাক বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড এর মেম্বার আব্দুল কাদির সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও Smail Charity Group_এর সদস্যরা ।
মোট ১৬৫ জন এতিম শিশু, দরিদ্র পুরুষ ও মহিলাকে ঈদের কাপড় দান করা হয়, এদের মধ্যে ৬০ জন পুরুষ ৫০জন মহিলা ও ৪০ জন শিশু।
এতে Smile charity Sacchasabok দায়িত্ব্য পালন করেন স্মাইল চ্যারিটি গ্রুপের সদস্য পারবেজ আহমেদ, রাজন আহমেদ, সুজেল আহমেদ,
আবিদ, ইমন,আফজল, মিজান, মুকাদদিম, আলী, শারীয়াজ, ইমন, ইমরান, জুয়েল, হাসান কামরুল, নাকিব, তুষার, ফাহিম পমুখ,
Smile charity Sacchasabok সদস্যরা এই মহৎ কাজে অংশগ্রহন শেষে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আমরা এরকম একটি মহৎ কাজ করতে পেরে নিজেদের সৌভাগ্যমান মনে করছি। এবং আমাদের এই কাজে যারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।