স্পোর্টস ডেস্ক; পাকিস্তান জিতলো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। আর এতে ক্ষতি হয়ে গেলো বাংলাদেশে ক্রিকেট দলের। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলে পাকিস্তান উঠে গেলো ষষ্ঠ স্থানে। আর বাংলাদেশ নেমে গেলো সপ্তম স্থানে। অন্যদিকে ফাইনালে হেরে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ভারত। দুইয়ে উঠে গেছে অস্ট্রেলিয়া। আর আগের মতোই শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা।
আট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অষ্টম দল হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণ করে পাকিস্তান। বাংলাদেশ অংশগ্রহণ করে ষষ্ঠ দল হিসেবে। আসরের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর সপ্তম স্থানে নেমে যায় বাংলাদেশ। ষষ্ঠ স্থানে উঠে যায় শ্রীলঙ্কা। কিন্তু গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ড হারানোর পর শ্রীলঙ্কাকে টপকে ফের ষষ্ঠ স্থান দখল করে বাংলাদেশ। পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা শ্রীলঙ্কাকে পেছনে ফেলে। লঙ্কানরা নেমে যায় অষ্টম স্থানে। আর পাকিস্তান ছিল সপ্তম স্থানে। ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জেতার পর পাকিস্তান আরো এক ধাপ এগিয়ে গেলো। বাংলাদেশকে টপকে তারা এখন আছে ষষ্ঠ স্থানে। পাকিস্তানের পয়েন্ট ৯৫। আর বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট যথাক্রমে ৯৪ ও ৯৩। বাংলাদেশ র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে নেমে গেলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা খুব একটা শঙ্কায় পড়বে না। আইসিসি’র বর্তমান নিয়ম অনুযায়ী স্বাগতিক ইংল্যান্ড ও আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অন্য সাতটি দল ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে। এরপর দু’টি দল অংশ নেবে প্লে অফ উতরে। এই হিসেবে প্লে অফ খেলার পথে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সম্প্রতি তারা আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ এ ড্র করেছে। এতে তাদের দুই পয়েন্ট কমেছে। আফগানিস্তানকে তারা এই সিরিজ খেলার জন্য আহবান জানায় পয়েন্ট বাড়ানোর জন্য। কিন্তু হয়েছে হিতে বিপরীত। র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন ৭৭। আট নম্বর দল শ্রীলঙ্কার চেয়ে তারা এখনো ১৬ পয়েন্ট পিছিয়ে। এই পয়েন্ট ব্যবধান কমানো চাট্টিখানি কথা নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে তাদের পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে। কিন্তু হেরে গেলে তো পয়েন্ট আরো কমবে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং
দল পয়েন্ট
১. দক্ষিণ আফ্রিকা ১১৯
২. অস্ট্রেলিয়া ১১৮
৩. ভারত ১১৬
৪. ইংল্যান্ড ১১৩
৫. নিউজিল্যান্ড ১১১
৬. পাকিস্তান ৯৫
৭. পাকিস্তান ৯৪
৮. শ্রীলঙ্কা ৯৩
৯. ওয়েস্ট ইন্ডিজ ৭৭
১০. আফগানিস্তান ৫৪
১১. জিম্বাবুয়ে ৪৬
১২. আয়ারল্যান্ড ৪১