সিলেট প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় তারাবিহ নামাজের পর মসজিদে বাল্ব লাগানোকে কেন্দ্র করে গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটে । সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে তারাবির নামাজের পর মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে রেজা অনুসারীদের সাথে এবং নোমান অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক মাসুক আহমদের ছোট ভাই মুহিদুর রহমান মিন্টু (৫০) গুরুতর আহত অবস্থায় সিলেট নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
মুহিদুর রহমান মিন্টুকে হত্যার বিষয়ে তার চাচাতো ভাই জুনেদ আহমদ বলেন, পারভেজ, কামাল, শাবুলসহ বেশ কয়েক জন সন্ত্রাসী লোহার পাইপ দিয়ে পিটিয়ে আমার চাচাতো ভাইকে ঘটনাস্থলে খুন করে পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সংঘর্ষে মুহিদুর রহমান মিন্টু নামে একজন নিহত হয়েছেন তবে কোন পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছেন।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয় নি বলেও তিনি জানান।