যুক্তরাষ্ট্রের ২০ টি রাজ্যে কমপক্ষে ২৮টি শহরে মুসলিম বিরোধী বিক্ষোভ হয়েছে। শনিবার ‘ন্যাশনাল মার্চ এগেইনস্ট শরিয়া’ নামের এই বিক্ষোভের নেতৃত্ব দেয় এসিটি ফর আমেরিকা নামের একটি সংগঠন। মানবাধিকার বিষয়ক গ্রুপ ও এ বিষয়ে নজরদারিকারী প্রতিষ্ঠানগুলো এমন উদ্যোগের বার বার সমালোচনা জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এসিটি ফর আমেরিকা সংগঠনকে এরই মধ্যে দ্য সাউদার্ন পোভার্টি ল সেন্টার (এসপিএলসি) উগ্রপন্থি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। বলা হয়েছে, এটি হলো যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী সবচেয়ে বড় তৃণমূল পর্যায়ের সংগঠন। এসিটি ফর আমেরিকার এ র্যালির জবাবে পাল্টা র্যালি বের করা বিভিন্ন স্থানে। এ সময় দু’পক্ষে অনেক স্থানে সংঘাত হয়। এমন সংঘাত হয়েছে সিয়াটল ও ওয়াশিংটনে। ফ্রিল্যান্সার সাংবাদিক মাইক বিভিনস তার টুইটারে এমন সংঘাতের ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, দু’পক্ষ সংঘাতে জড়িয়ে পড়ার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এমন পাল্টা র্যালি বের করেছিল কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স। এর সদস্য কোরি সেইলর বলেছেন, এসিটি ফর আমেরিকার এই র্যালি হলো ইসলাম বিরোধী। এতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টির একটি পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ডালাস ভিত্তিক মুসলিম-আমেরিকান আলিয়া সালেম বলেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির আগে থেকেই মুসলিম বিরোধী চর্চা একটি পুরনো অভ্যাস। এটি ডনাল্ড ট্রাম্প সৃষ্টি করেন নি। এ বিষয়ে মন্তব্য নিতে এসিটি ফর আমেরিকার সঙ্গে যোগাযোগ করে আল জাজিরা। কিন্তু তারা কোনো সাড়া দেয় নি। তবে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, শরিয়া আইন হলো মানবাধিকার ও যুক্তরাষ্ট্রের সংবিধান বিরোধী।