বিশ্ব পরিবেশ দিবসে মাছের পোনা অবমুক্ত করল নদী পরিব্রাজকদল

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি গ্রাম বাংলা

18881875_1788438304799764_7766092757420410028_n

গাজীপুর:  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গাজীপুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে। তাই নদী-নালা, খাল-বিলে প্রাণের স্পন্দন বাড়াতে যৌথভাবে এ আয়োজন করে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, কালের কন্ঠ-শুভসংঘ ও এপেক্স ক্লাব অব গাজীপুর। গাজীপুর শহরের চিলাই নদীতে পাঁচ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। শহর ও নগরের অধিকাংশ নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে আজ মাছসহ সকল জলজ প্রাণীর বসবাসের অযোগ্য। তাই জলাশয়গুলো জলজ প্রাণীর বসবাসের উপযোগী করে তুলতে হবে বলে পরিবেশ কর্মীরা জানান। পোনা অবমুক্ত করার পর নদী ও ‘পরিবেশ ভাবনা: প্রেক্ষিত গাজীপুর’ একটি আলোচনা অনুষ্ঠিত হয়।

নদী পরিব্রাজক দলের তুরাগ শাখার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আলী সিদ্দিকী, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর আনিসুজ্জামান শাতিল, নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ শামসুল হক রিপন, শুভসংঘ গাজীপুর জেলার সহ-সভাপতি মাহবুবা সুলতানা, তুরাগ শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ রানা, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউল আলম, এপেক্স ক্লাব অব গাজীপুরের সেক্রেটারী প্রকৌশলী জেমাম আহমেদ, স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের গাজীপুর সদর উপজেলার স্বর্ণ-কিশোরী মাহবুবা আহমেদ টুম্পা প্রমুখ।

আলোচনা সভায় ড. মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ‘দূষণে দখলে বিপর্যস্ত নদী-নালা, খাল-বিল। জলজ প্রাণী হুমকির মুখে। দিন দিন বিপন্ন প্রজাতির জলজ প্রাণীর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ অবস্থা উত্তরণের জন্য নদ-নদী, খাল-বিলের প্রতি আরো যত্নবান হতে হবে।’

মো. মনির হোসেন বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস মানেই এখন নিষ্ঠুর রসিকতা। তার প্রমাণ দিচ্ছে দূষণে নানারকম চিত্র। গতবছরের পরিবেশ দিবসের পর থেকে দূষণের মাত্রা বাড়ছে বৈ কমছে না। তাই পরিবেশ দিবস পালনের চেয়ে আমাদের নদীর প্রতি আরও যত্নশীল ও দায়বদ্ধ থাকতে হবে।’

প্রেসবিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *