নদী পরিব্রাজক দলের তুরাগ শাখার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আলী সিদ্দিকী, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর আনিসুজ্জামান শাতিল, নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ শামসুল হক রিপন, শুভসংঘ গাজীপুর জেলার সহ-সভাপতি মাহবুবা সুলতানা, তুরাগ শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ রানা, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউল আলম, এপেক্স ক্লাব অব গাজীপুরের সেক্রেটারী প্রকৌশলী জেমাম আহমেদ, স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের গাজীপুর সদর উপজেলার স্বর্ণ-কিশোরী মাহবুবা আহমেদ টুম্পা প্রমুখ।
আলোচনা সভায় ড. মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ‘দূষণে দখলে বিপর্যস্ত নদী-নালা, খাল-বিল। জলজ প্রাণী হুমকির মুখে। দিন দিন বিপন্ন প্রজাতির জলজ প্রাণীর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ অবস্থা উত্তরণের জন্য নদ-নদী, খাল-বিলের প্রতি আরো যত্নবান হতে হবে।’
মো. মনির হোসেন বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস মানেই এখন নিষ্ঠুর রসিকতা। তার প্রমাণ দিচ্ছে দূষণে নানারকম চিত্র। গতবছরের পরিবেশ দিবসের পর থেকে দূষণের মাত্রা বাড়ছে বৈ কমছে না। তাই পরিবেশ দিবস পালনের চেয়ে আমাদের নদীর প্রতি আরও যত্নশীল ও দায়বদ্ধ থাকতে হবে।’
প্রেসবিজ্ঞপ্তি