বোন হত্যা, ভাইসহ দুইজনের মৃত্যুদণ্ড

Slider নারী ও শিশু

151947sister20170604143026

 

 

 

 

পাওনা টাকার জন্য বোনকে হত্যার দায়ে ভাই আকবর হোসেন ও তার সহযোগী তোফাজ্জাল হোসেন জুয়েলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার আগে আসামি আকবর হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামি তোফাজ্জল হোসেন পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি আকবর হোসেন (৪২) ও ভিকটিম আসমা আক্তার আসিয়া (৬০) ভাই-বোন। তাদের মধ্যে অর্থ লেনদেন দিয়ে পূর্বশক্রতা ছিল। ২০১৫ সালের ৫ আগস্ট পরিকল্পিতভাবে আসামি আকবর হোসেন ও তার সহযোগী তোফাজ্জাল হোসেন ভিকটিমের বংশালের বাসায় কথা কটাকাটি করতে থাকে।

একপর্যায়ে আসামিরা জোরপূর্বক ভিকটিমকে মুখে রুমাল ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ছেলে ফয়সাল আহমেদ সুমন বাদী হয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালের ২৯ অক্টোবর বংশাল থানার উপ-পরিদর্শক রকিবুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *