বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ১১টি ছবির নাম ঘোষণা করে উৎসব আয়োজকেরা। প্রধান প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশসহ স্থান পেয়েছে ভারত, রাশিয়া, জার্মানি, কোরিয়া, জাপান, ফিনল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, ডেনমার্ক ও চীনের ছবি।
রাশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক এ চলচ্চিত্র উৎসবের এবারের আসর বসছে ২২ জুন থেকে। উৎসব চলবে ২৯ জুন পর্যন্ত।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডুব’ নির্বাচিত হওয়ায় খুশি নির্মাতা ফারুকী, ‘সিনেমা বানানোর আনন্দেই কিন্তু আমরা সিনেমা বানাই। নির্মাণের সময় সিনেমাটি কোনো প্রতিযোগিতায় নির্বাচিত হবে কি হবে না, তা মাথায় থাকে না। কিন্তু যখন এ রকম বড় প্রতিযোগিতায় আমার সিনেমা নির্বাচিত হয়, তখন অনেক বেশি অনুপ্রাণিত বোধ করি। ব্যক্তিগত অনুপ্রেরণার পাশাপাশি এখানে কিন্তু সমষ্টিগত অনুপ্রেরণার ব্যাপারও আছে। কারণ, সিনেমার মাধ্যমে বাংলাদেশকে আমরা উপস্থাপনা করি।’
ফারুকী বলেন, ‘ডুব সিনেমাটি প্রতিযোগিতার প্রধান বিভাগে নির্বাচিত হওয়ায় বাংলাদেশের অনেক তরুণ চলচ্চিত্র নির্মাতারাও অনুপ্রাণিত হবেন। আমি তো অবশ্যই খুব খুশি।’
‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী ও ভারতের খ্যাতিমান অভিনেতা ইরফান খান। বাংলাদেশে এ ছবির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া ও ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। ছবির সহপ্রযোজক ইরফান খান। নানা জটিলতার কারণে বাংলাদেশে ছবিটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। তাই আটকে আছে দেশে এ ছবির মুক্তি।
সেন্সর জটিলতার বিষয়টি মনে করিয়ে দিতেই ফারুকী বলেন, ‘এটা আসলে চরম দুর্ভাগ্য। আমরা যদি আজকে একটা কাট-পেস্ট বা তামিল ও তেলেগু সিনেমা বানাতাম, তাহলে হয়তো এত কষ্টের মধ্য দিয়ে যেতে হতো না। আমি যে সিনেমা বানালাম, সেটি বাংলাদেশের সেন্সর নীতিমালা মেনেই করেছি। “ডুব” একটা নিরীহ মানবিক গল্পের সিনেমা। এটাকে নিয়ে যে জটিলতা তৈরি করা হলো, আমি মনে করি এটা অনভিপ্রেত। এটা বাংলাদেশের নতুন সিনেমার উত্থানের জন্য খুবই বিপজ্জনক। তবে বাংলাদেশ সরকারের ওপর আমার আস্থা আছে। আমার বিশ্বাস দ্রুত সেন্সর জটিলতার সুরাহা হয়ে বাংলাদেশের ছবি বাংলার জনগণের কাছে যাবে।’