চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে ৬০ পরিবার উচ্ছেদ

Slider চট্টগ্রাম

111209Chittagong-District_kalerkantho_pic

 

 

 

 

চট্টগ্রাম প্রতিনিধি ঃ  চট্টগ্রাম নগরীর লালখানবাজারের মতিঝর্ণা ও বায়েজিদ এলাকার ঝুঁকিপূর্ণ মিয়ার পাহাড় থেকে ৬০ পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ গতকাল বুধবার এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মতিঝর্ণার পাহাড় এলাকায় জেলা প্রশাসকের নির্দেশনায়  অভিযান পরিচালনা করা হয়। এতে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসরত ৫৫ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং শতাধিক পানি, বিদ্যুৎ ও গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সূত্র আরো জানায়, বায়েজিদের মিয়ার পাহাড়ের বেশ কিছু পরিবার ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস করে আসছিল। ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাত হানার আগের দিনও তাদেরকে  সরে যেতে বলা হয় তবুও তারা সরে যায়নি। পরে অভিযান চালিয়ে পাঁচটি পরিবারকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *