রাতুল মন্ডল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে চীনার মালিকানাধীন ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া দশটার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
শ্রীপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইনস্পেক্টর মো. জিহাদ মিয়া জানান, স্থানীয় কেওয়া এলাকার গেলি ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড নামে ব্যাটারি তৈরির কারখানার মেঝেতে থাকা ককশিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে মেঝেতে পরে থাকা ফোমের মধ্যে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
আগুনে এক তলা টিনশেড ভবনের কারখানায় থাকা তৈরি ব্যাটারি ও কাঁচামালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে নেভাতে গিয়ে দুই জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।