ঢাকা; ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কক্সবাজার, রাঙামাটি ও ভোলায় এ ছয় জন প্রাণ হারান। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আতঙ্কে। বাকীরা গাছ চাপায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতদের মধ্যে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারার পূর্ব ডোমখালীর রহমত উল্লাহ (৫০) এবং একই উপজেলার পূর্ব বড়হেউলা ইউনিয়নের সিকদারপাড়ার সায়েরা খাতুন (৬০) রয়েছেন। আর কক্সবাজার পৌরসভার নুনিয়াচটা আশ্রয়কেন্দ্রে আতঙ্কে মারা গেছেন মরিয়ম বেগম (৫৫)। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোরা আজ সকাল ছয়টার দিক থেকে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে চট্টগ্রামের দিকে অগ্রসর হয়।