বাসে ঝুলে অফিসে যান সাবেক ইরানি প্রেসিডেন্ট

Slider টপ নিউজ
18698202_10213652656699725_7802317160828322865_n
ঢাকা;  টানা আট বছর রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিন কাটিয়েছেন যিনি, আজ তিনিই সাধারণ মানুষের কাতারে। সময়ের সেই সাহসী রাষ্ট্রনায়ক এখন এক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেছেন। তাও প্রতিদিন কর্মক্ষেত্রে যাচ্ছেন বাসে! তিনি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
সাধারণ জনগণের মতোই ভিড় বাসে দাঁড়িয়ে ঝুলে নিয়মিত অফিস করেন তিনি। টানা দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক জীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সাবেক এই প্রেসিডেন্ট তার মূল পেশা শিক্ষকতায় ফিরে গেছেন। এ বছরের শুরুর দিকে তিনি একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেছেন। ইনসার্ভিয়া নিউজ জানিয়েছে, আহমাদিনেজাদ এখন প্রতিদিন বাসে চড়ে তার কর্মক্ষেত্রে যাতায়াত করেন। তিনি ১৯৫৬ সালে তেহরানের পাশে গার্মসার নামে একটি শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি খুব সাধারণ জীবনযাপন করে চলেছেন এবং সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি তেহরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্ট বিষয়ের ওপর পিএইচডি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *