শাকিব-শুভশ্রীর রোমান্স

Slider বিনোদন ও মিডিয়া

67037_sakib-nd-suvoshree

 

 

 

 

 

বিনোদন প্রতিবেদক :  শাকিব খান যৌথ প্রযোজনার আরেকটি ছবি এবারের ঈদে দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। ছবির নাম ‘নবাব’। ছবিতে প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের ব্যানারে এ ছবিটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি এবং আব্দুল আজিজ। গতকাল এ ছবির প্রথম ট্রেইলার প্রকাশ করে প্রযোজনা সংস্থা জাজ। ট্রেইলারে শাকিবের অ্যাকশন লুকের পাশাপাশি নায়িকা শুভশ্রীর সঙ্গে রোমান্সও ছিল বেশ চোখে পড়ার মত। শাকিব খান  বলেন, ‘নবাব’ ঈদে ভালো ব্যবসা করবে। ‘শিকারী’ ছবির চেয়েও এগিয়ে থাকবে। আর ছবিতে আমার বিপরীতে প্রথমবার শুভশ্রী কাজ করেছেন। অনেক ভালো একজন অভিনেত্রী তিনি। আমার সঙ্গে এ ছবিতে তাকে ভিন্নভাবে পাবেন দর্শক। বৃহস্পতিবার ছবির প্রথম ট্রেইলার দর্শকের নজর কেড়েছে। ভালো রেসপন্স পাচ্ছি। ‘নবাব’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী , খরাজ মুখার্জি, কমল প্রমূখ। ছবির গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি এবং আকাশ। উল্লেখ্য, শাকিব খান ও কলকাতার অভিনত্রেী শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবিটি গত বছরের ঈদে মুক্তি পেয়ে ভালো ব্যবসায়িক সফলতা পায়। ‘নবাব’ ছবির বাইরে শাকিব খান বর্তমানে ‘রংবাজ’ ছবির কাজ করছেন। এ ছবিতে শাকিবের বিপরীতে শবনম বুবলী কাজ করছেন। এ ছবিটিও ঈদে মুক্তি পাবে বলে জানা যায়। এছাড়া অপু বিশ্বাস ও শাকিব খান অভিনীত ‘রাজনীতি’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *