রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় আরো এক আসামীকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবা ভোর রাতে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ঝাঝড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বোরহান উদ্দিন উপজেলার গোসিংঙ্গা ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।
শ্রীপুর থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা জানান, নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার ঝাঝড় গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ এপ্রিল শ্রীপুরে মেয়ের শ্লীলতাহানীর চেষ্টা, ভয়ভীতি প্রদর্শণ ও গরু চুরি বিচার না পেয়ে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন হজরত আলী। ঢাকার কমলাপুর জিআরপি থানায় হযরত আলীর স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে গত ৩০এপ্রিল সাতজনের নাম উল্লেখ পূর্বক অভিযোগ দায়ের করলে রেলওয়ে পুলিশ আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলাটি গ্রহন করেন। মামলাটি তদন্ত করছেন রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আকবর। ঘটনার দিনই গোসিঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আবুল হোসেনকে আটক করে শ্রীপুর থানা পুলিশ। ইতিপূর্বে ২দিনের রিমান্ড শেষে বর্তমানে সে কারাগারে রয়েছে। এদিকে মামলার ৩নং আসামী বোরহান উদ্দিনকে ঘটনার ২৭দিন পর গ্রেপ্তার করায় এনিয়ে ২জন আসামীকে প্রেপ্তার করতে পেরেছে পুলিশ। মামলার প্রধান আসামী ফারুকসহ বাকী আসামীরা আত্মগোপনে রয়েছে।