বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎটি হবে বলে জানা গেছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তারা কী বিষয়ে আলোচনা করবেন, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।