চীনের মাটিতে ১০০০ কোটির ক্লাব স্পর্শ করে বাহুবলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমির খানের দঙ্গল। শেষ খবর পাওয়া পর্যন্ত ছবিটি আয় করেছে ১৫২৩ কোটি টাকা। আর গত সোমবার পর্যন্ত বাহুবলির আয় ছিল ১৫৭৭ কোটি টাকা। আয়ের অঙ্কে বাহুবলিকে কি দঙ্গল পিছনে ফেলে দেবে? প্রশ্নটা ঘোরাফেরা করছে বলিউড বিশেষজ্ঞদের মধ্যে। তারমধ্যেই সামনে এল নতুন খবর। এবার অ্যাডভান্টেজে বাহুবলি টু। ট্রেড অ্যানালিস্ট তারণ আদর্শ বাহুবলি টু’র চীনে মুক্তি নিয়ে খবর সামনে এনেছেন।
টুইট বার্তায় তারণ লিখেছেন, চিনে বাহুবলি টু’র মুক্তি নিয়ে জল্পনা ছিল। কিন্তু, ছবিটির চীনে মুক্তি নিয়ে নির্মাতারা কথাবার্তা শুরু করেছেন। মুক্তির দিন এখনও ঠিক হয়নি। চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রিলিজ করানোর।
চীনে ৯০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে দঙ্গল। ৭৮০ কোটিরও বেশি টাকা ইতিমধ্যে ছবিটি আয় করেছে। এদিকে এখনও আয়ের অঙ্কে এগিয়ে রয়েছে বাহুবলি টু। ফলে চিনে মুক্তি পেলে আয়ের অঙ্কটা আরও অনেকখানি বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।