ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ দিনাজপুর ও গাইবান্ধায় পৃথকভাবে অভিযান চালিয়ে দুই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে রংপুর নগরীর স্টেশন এলাকায় র্যাব-১৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
র্যাব-১৩ প্রধান কমান্ডার আতিক জানান,গোপন সংবাদেরভিত্তিতে বুধবার ভোরে গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে বাদল হানজালাকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধা জেলা সদর থানার রামচন্দ্রপুর পোড়া হাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। অপর জঙ্গি বেলালকে দিনাজপুর শহরের চেহেলগাজির মাজার এলাকা থেকে ভোরে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই জঙ্গির মধ্যে বাদল হানজালা জেএমবির সক্রিয় সদস্য। সে আট বছর আগে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর ছদ্মবেশ ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পলানোর আগে হানজালা গাইবান্ধার একটি মসজিদে ইমামতি করতো। মসজিদের মুসুল্লিদের জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করতো। ওই এলাকায় সে বিভিন্ন ধরণের জিহাদি লিফলেট বিতরণ করতো। সে জেএমবির সক্রিয় কর্মী। বর্তমানে নিউ জেএমবির সঙ্গে সংপৃক্ত থাকার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র্যাব জানায়।
অপর জঙ্গি বেলাল জেএমবিকে নিয়মিত চাঁদা দিতো এবং জেএমরি কর্মকাণ্ডের সঙ্গে সংপৃক্ত ছিল। জঙ্গি বাদল হানজালার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগজ্ঞ থানায় এবং বেলালের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক মামলা রয়েছে।
রাকাব গাইবান্ধা জোন মধুমেলায় ঋণ আদায় অনুষ্ঠিত
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা ঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় প্রত্যেকটি শাখায় ঋণ আদায় মহাক্যাম্প ও মধুমেলা অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত অনুষ্ঠানের সফল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রনালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এর সহকারী সচিব শেখ ছিদ্দিকুর রহমান এবং রাকাব, মহাব্যবস্থাপক (পরিচালন) মোজাম্মেল হক গাইবান্ধা জোনের বিভিন্ন শাখায় অনুষ্ঠিত মধুমেলা কার্যক্রম পরিদর্শন করেন।
গতকাল গোবিন্দগঞ্জ শাখায় ঋণ গ্রহীতা রায়হানুল ইসলাম জুয়েল এর নিকট থেকে ১ লক্ষ টাকা খেলাপী ঋণ আদায়ের মাধ্যমে ২য় দিনের মধুমেলার উদ্বোধন করেন। উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত গ্রাহক সমাবেশ জোনের জোনাল ব্যবস্থাপক গোলাম মোজনাবীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে জোনাল কার্যালয় গাইবান্ধার এসপিও মাহমুদুল আলম গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক মানিক কুমার সাহা এবং শাখার অন্যান্য কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।
জোনাল ব্যবস্থাপকের সূত্রে জানা যায়, গাইবান্ধা জোনে ২৩৯০ জন ঋণ গ্রহীতার নিকট থেকে ২.৯০ কোটি টাকায় আদায় হয়, এর মধ্যে ৬৫ লক্ষ শ্রেনীকৃত ৮৪ লক্ষ সম্ভাব্য শ্রেনীকৃত ৩০ লক্ষ পুন.তফশীলকৃত এবং ৪ লক্ষ টাকা অবলোপনকৃত ঋণ আদায় হয়