দুদিন আগের ঘটনা। ছবির গল্প চুরির অভিযোগে বলিউড তারকা কঙ্গনা রানাউতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন নির্মাতা কেতন মেহতা ও প্রযোজক কমল জৈন। বিষয়টি নিয়ে বলিউডে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে এরই মধ্যে। একের পর এক বিতর্কের জন্ম দেয়া কঙ্গনা আবারো নতুন ঝামেলায় জড়ালেন। এমনটাই ভাষ্য ছিল অনেকের। আইনি নোটিশ পেয়ে খানিকটা মুখে কুলুপ আঁটলেও বিষয়টি নিয়ে মুখ খুললেন কঙ্গনা। কেতন দাবি করেছিলেন, ২০১৫ সালের জুন নাগাদ তিনি কঙ্গনাকে তার ‘রানি অব ঝাঁসি-দ্য ওয়ারিওর কুইন’-এ লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। কঙ্গনা রাজিও হন। প্রকাশ্যে ওই প্রজেক্টে কাজ করবেন বলে ঘোষণাও করেন। কিন্তু কয়েক দিন পরেই তিনি বেঁকে বসেন। পরে অন্য এক পরিচালক ও প্রযোজকের সঙ্গে ‘মণিকর্ণিকা-দি কুইন অব ঝাঁসি’ নামের একটি ছবিতে কাজ করছেন বলে ঘোষণা করেন। সংবাদ সংস্থাকে কেতন বলেন, এটা সত্যি যে, আমি কঙ্গনাকে আইনি নোটিশ পাঠিয়েছি। কারণ, আমার মনে হয়েছে ও আমার ছবিটা চুরি করতে পারে। চিত্রনাট্য, বেশ কিছু রিসার্চ মেটিরিয়াল সে সময় কঙ্গনার সঙ্গে আমরা শেয়ার করেছিলাম। আমরা শুনেছি ও অন্য প্রোডিউসারের সঙ্গে এ সাবজেক্টটা নিয়েই ছবি করছে। যেটা অনৈতিক। এর উত্তরে কঙ্গনার আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেতন মেহতার ছবির সঙ্গে কঙ্গনার ছবির কোনো মিল নেই। তিনি স্বচ্ছন্দে তার ছবি করতে পারেন। রানি লক্ষ্মীবাঈয়ের মতো ঐতিহাসিক চরিত্র নিয়ে যে কেউ ছবি তৈরি করতে পারেন। এ ছাড়া কঙ্গনার সঙ্গে কেতন কোনো চুক্তি করেননি বলে দাবি আইনজীবীর। ওই আইনি নোটিশের জবাব খুব শিগগিরই পাঠানো হবে বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।