অমরেন্দ্র বাহুবলির স্ত্রী তিনি। যেমন তাঁর রূপ, তেমনি তাঁর গুণ। বাহুবলি টু দেখার পর এমনই তো মনে হচ্ছে, তাই তো? কিন্তু, যদি বলি অমরেন্দ্র বাহুবলির সঙ্গে সম্পর্কের আগে দেবসেনার ভল্লালদেবের সঙ্গে সম্পর্ক ছিল। অবাক লাগছে শুনতে? কি মনে হচ্ছে? আপনি ঠিকই ধরেছেন। এই ভিডিওটি তেলুগু সিনেমা রুদ্রমাদেবীর। আর সেখানেই রানা দাগ্গুবতীর সঙ্গে অনুশকা শেঠিকে দেখা যাচ্ছে। মানে বাহুবলির ভল্লালদেব এবং দেবসেনাকে দেখা যাচ্ছে।
ঘাবড়ে গিয়েছিলেন তো? যে দেবসেনাকে অমরেন্দ্র বাহুবলির যোগ্য স্ত্রী হিসেবে আপনার মনে ছবি আঁকা ছিল, তাঁকে কীভাবে অমরেন্দ্রর খুনির সঙ্গে দেখে সহ্য করা যায়, এমনই মনে হচ্ছিল তো? তাহলে এবার ভুল ভাঙল। বাহুবলি ২ মুক্তির আগে রামিয়া এবং সত্যরাজ অর্থাৎ বাহুবলির রাজমাতা শিবগামী দেবী এবং কাটাপ্পার একটি বিজ্ঞাপনের ভিডিও ভাইরাল হয়। যেখানে ওই দুজনকে একে অপরের পরিপূরক হিসেবে দেখা যায়।