গাজীপুরে মা মনি কমিউনিকেশনে গ্রামীনের কাস্টমার মেলা

অর্থ ও বাণিজ্য

 

unnamed
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর: গ্রামীন ফোনের নানা রকম সেবা দিতে কাস্টারমারদের আমন্ত্রন করে দিনব্যাপী কাস্টমার মেলা করেছে গ্রামীন ফোনের কাস্টারসাভির্স মা মনি কমিউনিকেশন। সেবার বিপরীতে পুরস্কারও দিয়েছে ওই প্রতিষ্ঠান।

মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত গাজীপুর শহরের জোরপুকুরপাড়ে অবস্থিত মা মনি কমিউনিকেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল, গ্রামীন ফোনের বিভিন্ন সেবার বিপরীতে পুরস্কার, ইন্টারনেট ব্যবহারের নিয়মাবলী সংক্রান্ত ওরিয়েন্টেশন, মিস্টি বিতরণ ও গ্রামীন সংস্কৃতির আবহমান লোকসঙ্গীত বাউলগান।

মা মনি কমিউনিকেশনের সত্ত্বাধিকারী মোঃ জাকারিয়া গ্রাম বাংলা নিউজকে জানান, দিনব্যাপী ওই আয়োজনে উপস্থিত ছিলেন, গ্রামীন ফোনের টেরিটরি অফিসার আব্দুল্লাহ আল মামুন, গ্রামীন ফোনের ডিস্ট্রিবউশন অফিসার কুসুম কুমার মন্ডল, গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, গাজীপুর প্রেসিডেন্সি স্কুলের প্রধান নির্বাহী ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, মা মনির ম্যানেজার মোঃ আনিসুর রহমান, সাংবাদিক মোস্তফা কামাল ও সামছুদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *