রাতুল মন্ডল শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ইন্দ্রবপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সামসুল আলম মাষ্টারের পরিবারের আড়াই কোটি টাকা মূল্যের ৯৬ শতাংশ জমি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বিকেলে মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ার হোসেন শ্রীপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে বলেন, তার পিতা সামসুল আলম মুক্তিযোদ্ধ করে দেশ রক্ষা করে গেছেন। ভূমি খেকোদের কবল থেকে নিজের জমিখন্ড রক্ষায় অপারগ ছিলেন। গত ছয় মাস যাবৎ সিপাহীদ খানের নেতৃত্বে সঙ্গবব্ধ চক্র তার পিতার মালিকানাধিন রাখুরা মৌজার এস.এ.৩২৮০
আর.এস.১২৩৯১ দাগের জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে।
পিতার মৃত্যুর চারমাস পারনা হতেই ব্যপরোয়া হয়ে ওঠে দখলদার চক্রটি । সম্প্রতি চক্রটি তাদের জমিতে খুটি দিয়ে বালি ভরাট করে জবর দখল শুরু করে। জমি রক্ষাকরতে আনোয়ার হোসেন গাজীপুর আদালতে পি.মো.নং ২৯৯/১৭ দায়ের করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।