চট্টগ্রাম প্রতিনিধি ; পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের কর্তৃক অব্যাহতভাবে চাঁদাবাজি, খুন, অপহরণ এবং মহালছড়িতে মোটর সাইকেল চালক ছাদেকুল হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং অবৈধ অস্ত্র উদ্বারের দাবিতে আজ খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসুচি দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। একই দাবিতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহবান করেছে সম অধিকার আন্দোলন নামে আরেকটি সংগঠন।
এদিকে অনুরূপ দাবি জানিয়ে আজ শহরের শাপলা চত্বরে সমাবেশ ডাকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের অপর অংশ এবং সমঅধিকার আন্দোলন। একই স্থানে দুটি সংগঠনের সমাবেশ আহবানের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন কাউকেই অনুমতি দেয়নি।
বাঙ্গালীদের পৃথক তিনটি সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।