ঢাকা; যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর সেখানে কাগজপত্র নেই এমন সন্দেহভাজন অভিবাসী গ্রেপ্তার বৃদ্ধি পেয়েছে শতকরা ৪০ ভাগ। এ তথ্য প্রকাশ করেছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর ভারপ্রাপ্ত পরিচালক থমাস হোম্যান। তিনি বলেছেন, তার সংস্থা এ বছর ২২ শে জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত সন্দেহভাজন এমন অভিবাসী গ্রেপ্তার করেছে ৪১ হাজার ৩শ ১৮ জনকে। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ৩০ হাজার ২৮ জন।
এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দুই-তৃতীয়াংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অভিযোগ। তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অনেকে রয়েছেন যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। বছরের শুরু থেকে এমন ১০ হাজার ৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর এ সময়ে এ সংখ্যা ছিল ৪ হাজার ২০০। অর্থাৎ এক্ষেত্রে এমন অভিবাসী গ্রেপ্তার বৃদ্ধি পেয়েছে শতকরা ১৫০ ভাগেরও বেশি। থমাস হোম্যান বলেন, যেসব মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তারা এখানকার আইন ভঙ্গ করেছেন। এটা একটি ফৌজদারি অপরাধ। উল্লেখ্য, এ বছরের ২০ শে জানুয়ারি শপথ নিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন ডনাল্ড ট্রাম্প। তারপর ২৫ শে জানুয়ারি তিনি অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সেই আদেশ বাস্তবায়নের জন্য হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী জন কেলির নতুন নির্দেশনা আসে। সেই আদেশের ফলে অভিবাসন গ্রেপ্তার এভাবে বৃদ্ধি পেয়েছে। নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বার বারই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দমনমুলক নীতি গ্রহণ করবেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়েও কঠিন পদক্ষেপ নেবেন তিনি।