রাতুল মন্ডল. শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিতিঃ গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ অপহরণের তিন দিনপর স্কুল ছাত্রী (১০) কে সোমবার রাতে ময়মনসিংহ জেলার চুরখাই এলাকা থেকে উদ্ধার করেছে। ওই ছাত্রীর পিতা উপজেলার আবদার গ্রামের আফাজ উদ্দিন বাদী হয়ে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অপহরণে সহায়তা করায় ময়মনসিংহ জেলার কতোয়ালী থানার চুরখাই গ্রামের আঃ মালেকের পুত্র সাজু মিয়া (২২) কে পুলিশ গ্রেফতার করেছে। মুল অপহরণ কারী মালেকের অপর পুত্র আবুল কালাম সহ অন্য আসামীরা পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায় মালেক তার পুত্রদের নিয়ে আবদার গ্রামের বেলালের বাড়ীতে ভাড়া থাকতো। ওই গ্রামের আফাজ উদ্দিনের কন্যা আবদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে বখাটে যুবক আবুল কালাম প্রায়ই ওই ছাত্রীকে উত্যক্ত করতো। ঘটনাটি আফাজ উদ্দিন কালামের বাবা, ভাই সহ বাড়ীর মালিক বেলাল কে জানান। এতে কালাম ক্ষিপ্ত হয়ে তৎপরতা বাড়িয়ে দেয়।
শনিবার বেলা ১১টার দিকে স্কুলে যাবার পথে কালাম তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে। খবর পেয়ে আফাজ উদ্দিন তার মেয়েকে
ফিরিয়ে দেয়ার জন্য কালামের বাবা আঃ মালেক, ভাই সাজু মিয়া ও বাড়ীর মালিক বেলালের নিকট ধর্ণা দিয়ে মেয়ের সন্ধান করতে পারেনি।
আফাজউদ্দিন জানান তারা মেয়েকে ফিরিয়ে দেয়ার কথা বলে তালবাহানা করতে থাকে। রবিবার রাতে শ্রীপুর থানা পুলিশ কালামের ভাই সাজু কে
জৈনা বাজার এলাকা থেকে গ্রেফতার করে।
তদন্ত কারী কর্মকর্তা এস.আই. এখলাস উদ্দিন জানান সাজুর দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে সোমবার রাতে ময়মনসিংহ জেলার কতোয়ালী থানার
চুরখাই এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কালাম পালিয়ে যায়। ছাত্রীর পিতা বাদী হয়ে রাতেই শ্রীপুর থানায় চার ব্যক্তির নামে মামলা করেন।মঙ্গলবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। গ্রেফতার কৃত সাজুকে আদালতে সোপর্দ করা হয়েছে।