ঝিনাইদহ র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মুনির আহমেদ প্রথম আলোকে বলেন, বাড়ির ভেতরে মাটির নিচে বিস্ফোরক দ্রব্যসহ অন্যান্য অস্ত্রশস্ত্র থাকতে পারে। বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে, তারা পৌঁছালে তাদের নিয়ে আবার অভিযান চালানো হবে।
গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে যে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়, সেখানে তুহিন নামে এক জঙ্গি নিহত হন। সেলিম সেই তুহিনের ভাই বলে নিশ্চিত করেছে পুলিশ।