জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও

Slider জাতীয়

e2e53572652b333e5bd4ad863a3d1b83-591a8e9491728

ঝিনাইদ;  ঝিনাইদহ সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে সেলিম ও প্রান্ত নামের দুই ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে র‍্যাব। এরপর সাতটার দিকে অভিযান শুরু করা হয়।এখনো এ ব্যাপারে বিস্তারিত খবর পাওয়া যায়নি। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা-ও জানা যায়নি।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মুনির আহমেদ প্রথম আলোকে বলেন, বাড়ির ভেতরে মাটির নিচে বিস্ফোরক দ্রব্যসহ অন্যান্য অস্ত্রশস্ত্র থাকতে পারে। বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে, তারা পৌঁছালে তাদের নিয়ে আবার অভিযান চালানো হবে।

গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে যে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়, সেখানে তুহিন নামে এক জঙ্গি নিহত হন। সেলিম সেই তুহিনের ভাই বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *