কূটনৈতিক রিপোর্টার; উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ভঙ্গ করেছে বলে মনে করে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে উদ্বেগ জানিয়ে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে। ওই বার্তায় শান্তি ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুর্নব্যক্ত করে পূর্ব-এশিয়া ও অন্যান্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে এমন পদক্ষেপ থেকে উত্তর কোরিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার একদিন পরেই দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কুসং থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করা হয়। পরে তা শতাধিক মাইল দূরে জাপানের সমুদ্র অঞ্চলে গিয়ে পতিত হয়। বিবিসির খবরে বলা হয়- এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্ট মুন জে-ইনকে চাপে ফেলার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে মুন দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভালো সম্পর্ক গড়ার জন্য শুরু থেকেই নিজ ইচ্ছার কথা প্রকাশ করে আসছেন। চলতি বছর পারমাণবিক বোমা বহনে সক্ষম একাধিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে আন্তর্জাতিক রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে ওঠেছে। সম্প্রতি উত্তর কোরিয়াকে শায়েস্তা করার ঘোষণা দিয়ে নৌবহর প্রেরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত চীনের হস্তক্ষেপে উত্তেজনা সাময়িক প্রশমিত হয়। গত মাসেও দেশটি দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে তার সফল হয়নি বলে দাবি করে অন্যরা।