ঢাকা; বনানীর রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে ১০ বোতল মদ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। হোটেলের একটি কক্ষ থেকে এ মদ উদ্ধার করা হয়।
রোববার বেলা ১২টার দিকে অভিযান শুরু হয়।
রেইনট্রি হোটেলে গত ২৮শে মার্চ দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষিত হন। ৬ই মে এ নিয়ে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি আপন জয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ এবং সাকিফকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে রিমান্ডে রয়েছেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিজালক মইনুল খান গণমাধ্যমকে বলেন, রেইনট্রি হোটেলে অভিযান চলছে। অভিযানকালে হোটেলের একটি কক্ষে ১০ বোতল মদ পাওয়া গেছে। অন্যকক্ষগুলোতেও তল্লাশি চলছে।
শনিবার হোটেলটির কতৃপক্ষ বলেছিল, তাদের মদ বিক্রির লাইসেন্স নেই।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিজালক মইনুল খান গণমাধ্যমকে বলেন, রেইনট্রি হোটেলে অভিযান চলছে। অভিযানকালে হোটেলের একটি কক্ষে ১০ বোতল মদ পাওয়া গেছে। অন্যকক্ষগুলোতেও তল্লাশি চলছে।
শনিবার হোটেলটির কতৃপক্ষ বলেছিল, তাদের মদ বিক্রির লাইসেন্স নেই।