ঢাকা; ঢাকায় শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ, মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান কে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দিয়েছে।
৮ মে ২০১৭ বিকেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়।
শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপলি বিভাগের বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপলি বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম ।
সংগঠনের মহাসচিব আর কে রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
বক্তব্য রাখেন, সংসদ সদস্য এড. তালুকদার মোঃ ইউনুছ ও বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাাপতি এড. বাসেত মজুমদার।
চেতনা গাজীপুর নামে একটি সামাজিক সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমানকে বিশেষ অবদান রাখার জন্য ওই ক্রেষ্ট দেয়া হয়।