খালেদার ভিশন-২০৩০ ঘোষণা আজ

Slider রাজনীতি

64891_khaleda

 

ঢাকা; জাতির উদ্দেশে আজ রূপকল্প ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিকাল সাড়ে ৪টায় তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ রূপকল্প উপস্থাপন করবেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক, দেশের বিশিষ্ট নাগরিক, পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেবেন। পরিবর্তিত
বৈশ্বিক প্রেক্ষাপটে দেশকে সমানতালে এগিয়ে নিতে রাজনীতি, গণতন্ত্র, নির্বাচন, সংসদ ও প্রশাসনিক ব্যবস্থা, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক নিয়ে বিএনপি কি ভাবছে, দেশের জন্য কি করতে চায় এবং কীভাবে সেটা করতে চায় তা দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরতেই এ রূপকল্প প্রণয়ন করা হয়েছে। এতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহায়ক সরকার গঠনের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা এবং দেশবাসী ও আন্তর্জাতিক মহলের সামনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর বিস্তারিত প্রকাশ থাকবে। রূপকল্পটি প্রকাশের আগে দলের স্থায়ী কমিটির বৈঠকে তা নিয়ে দীর্ঘ পর্যালোচনা করেছেন দলটির নীতি-নির্ধারক ফোরাম। সোমবার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় স্থায়ী কমিটির তিন ঘণ্টাব্যাপী বৈঠকে রূপকল্পটি অনুমোদন পেয়েছে। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভানেতৃত্বে তারই রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে একাংশে অংশ নেন অর্থনীতিবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহ। বৈঠকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে রূপকল্প ‘ভিশন-২০৩০’ স্থায়ী কমিটির সদস্যদের দেখানো হয়। সব সময় স্থায়ী কমিটির বৈঠক চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের দোতলায় হলেও খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে সোমবারের বৈঠকটি অনুষ্ঠিত হয় নিচতলায়। বৈঠক শেষে সংশ্লিষ্ট বিষয়ে ব্রিফিং করা না হলেও আগেরদিন রূপকল্প নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা সরকার পরিচালনার দায়িত্বে গেলে কী কী কাজ করব, ২০৩০ সালে আমরা দেশকে কেমন দেখতে চাই, সেই স্বপ্নটা কীভাবে জাতিকে দেখাতে চাই- সেই বিষয়গুলো রূপকল্পে তুলে ধরবেন চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠক সূত্র জানায়, ক্ষমতায় গেলে নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। সমন্বয় ঘটাতে চায় সুনীতি, সুশাসন ও সু-সরকারের। সেই পরিকল্পনা কোন পথে অর্জিত হবে, রূপকল্প ২০৩০-এ সেটাই থাকবে। এ ছাড়া নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা-সমঝোতার কিছু সূত্রও থাকবে রূপকল্পে। বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলে ‘ভিশন-২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রণয়ন করা হবে নির্বাচনী ইশতেহার। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বেশ কয়েকটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *